অনলাইন ডেস্কঃ অবৈধ সম্পর্কের অভিযোগ এক গৃহবধূ ও এক যুবককে ল্যাম্পোস্টের সঙ্গে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে।
অবস্থা বেগতিক দেখে স্থানীয় পুলিশ গিয়ে ওই দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
ভাতের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় সম্প্রতি চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বাসিন্দা বাপি শেখ নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন স্থানীয় এক গৃহবধূ।
স্বামী কাজে বেরিয়ে গেলেই তার অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে আসত বাপি। ঘটনার দিন সকালে বাপি ওই বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা হাতেনাতে আটক করে।
এরপর গ্রামের মাতব্বরদের উপস্থিতিতে ওই যুবক ও গৃহবধূকে দড়ি দিয়ে একটি ল্যাম্পপোস্টে বাঁধা হয়। তারপর শুরু হয় বেধড়ক মারপিট।