ইউসুফ (আ) এর মাজারে ইসরাইলি হামলা


অনলাইন ডেস্কঃ ইসরাইলি সেনাদের সহযোগিতায় ইহুদি উপশহরের শত শত অধিবাসী মঙ্গলবার হযরত ইউসুফ (আ) এর মাজারে হামলা চালিয়েছে। জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে মঙ্গলবার সকালে ওই হামলা চালানো হয় বলে ফিলিস্তিনিদের তথ্য কেন্দ্রের বরাত দিয়ে বিভিন্ন ইরানি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র আরো জানিয়েছে, ইসরাইলি সেনা এবং ইহুদি অধিবাসীদের মোকাবেলায় ফিলিস্তিনি যুবকেরা রুখে দাঁড়ালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

ইসরাইলি সেনারা কাঁদানে গ্যাস এবং বুলেট নিক্ষেপ করলে অন্ত ৫০ ফিলিস্তিনি আহত হয় এবং বহু ফিলিস্তিনির শ্বাসরুদ্ধকর অবস্থা সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে বহু ফিলিস্তিনীকে ইসরাইলি সেনারা ধরে নিয়ে যায়।

ফিলিস্তিনের ওয়াকফ মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৭ সালে ইসরাইল অন্তত ১২১০ বার ইসলামি ও খ্রিষ্টানদের ধর্মীয় স্থাপনায় আক্রমণ করেছে।

Post a Comment

Previous Post Next Post