‘এবার আমাদের আসল বিশ্বকাপ শুরু’


স্পোর্টস ডেস্কঃ তিনি এলেন, দেখলেন, মৃত্যু-উপত্যকা পেরিয়ে মুঠোবন্দি করলেন বহু আরাধ্য জয়। আবারও। মঙ্গলবার গভীর রাতে সারা পৃথিবীকে আশ্বস্ত করে বিশ্বকাপে টিকে রইলেন লিওনেল মেসি। প্রবল উত্তেজনার ম্যাচে নাইজেরিয়াকে ২-১ হারাল আর্জেন্টিনা। মেসি গোল করে তার দেশকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তার সেই হাঁটু মুড়ে বসে ঈশ্বরকে ধন্যবাদ দেয়ার ছবিকে ছাপিয়ে তৈরি হল আরও একটি দৃশ্য। যখন মহানায়ক উঠে পড়লেন নতুন নায়কের ঘাড়ে। কে সেই নতুন নায়ক?

শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ১-১ থাকা অবস্থায় যিনি দ্বিতীয় গোলটি করলেন, সেই মার্কোস রোহো। আসাধারণ সাইড ভলিতে চলন্ত বলেই দুর্ধর্ষ গোল। তারপরই দেখা গেল মেসি এসে লাফিয়ে উঠে পড়লেন রোহোর ঘাড়ে। একে একে এরপর ঝাঁপিয়ে পড়লেন দলের সবাই।

নকআউটের টিকিট কেটে রোহোর মুখেও সেই মেসিরই কথা। বললেন, ‘লিও আমাদের বলেছিল, ও মাঠে নেমে গোল করবেই। ও কথা রেখেছে। আমাদের ওকে দরকার। এবার আমাদের আসল বিশ্বকাপ শুরু হল।’

আর ওই অবিশ্বাস্য গোলটি? যা দেখার পর পুরো গ্যালারিতে যেন বিস্ফোরণ ঘটল। আর্জেন্টাইন সমর্থকরা কেঁদে ফেললেন। খুলে ফেললেন জামাকাপড়। একটি বাচ্চাকে দেখা গেল কাঁদছে। সান্ত্বনা দেবে কে? তার বাবা-মাও তখন অঝোরে কেঁদে চলেছেন। খুশির কান্না দেখা গেল গ্যালারির সর্বত্র। ভিআইপি বক্সে দিয়েগো ম্যারাডোনার চোখেও জল! নিজের অমূল্য গোল নিয়ে রোহোর প্রতিক্রিয়া, ‘এই গোলটা আমার পরিবার এবং আমাদের দলকেই উৎসর্গ করছি। এগিয়ে চল আর্জেন্টিনা।’

রোহো শেষ মুহূর্তের নায়ক। আর আর্জেন্টিনার যিনি মহানায়ক, যার দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব, সেই মেসি বললেন, ‘আমাদের মধ্যে আত্মবিশ্বাসটা ছিল। জিততেই নেমেছিলাম মাঠে। আর এভাবে জিততে পেরে আনন্দটা একটু বেশিই হচ্ছে। জানতাম, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আর তিনি আমাদের বিশ্বকাপ থেকে বিতাড়িত করে দেবেন না।’

এখানেই না থেমে উত্তেজিত মেসি বলে চলেন, ‘আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় দলের জার্সি সব কিছুর ঊর্ধ্বে।’

শুধু আর্জেন্টাইনরাই নন, রুদ্ধশ্বাস ম্যাচ দেখে উত্তাল গোটা ফুটবল বিশ্বই। মেসির পাশাপাশি রোহোর দুরন্ত গোলের প্রশংসা সবার মুখে। আইভরিকোস্ট কিংবদন্তি দিদিয়ের দ্রগবা বলেছেন, ‘রোহো যে গোলটা করল, অবিশ্বাস্য! এ রকম মাথা ঠাণ্ডা রেখে গোল করা খুব কঠিন। নিশ্চয়ই এমন শট নেয়ার অনুশীলন সে অনেক করেছে।’

সাবেক ইংলিশ তারকা রিও ফার্দিনান্দ বলেছেন, ‘মেসির এমন গোল দেখার জন্যই তো আমরা বিশ্বকাপটা দেখছি। সেই দৌড়, দুই-তিন টাচে অবিশ্বাস্য ফিনিশ। সত্যিই ভাবা যায় না। বিশ্বকাপে মেসিকে দরকার।’

Post a Comment

Previous Post Next Post