কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত


স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার মানিক বাবুর মাঠের সামনে সড়ক দূর্ঘটনায় মদন কুর্মী (৪০) নামে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

স্থানীয় সুত্রে জানা যায়,আজ ভোরের  দিকে বিয়ে বাড়ি থেকে আসার সময় মানিক বাবুর মাঠের সামনে আসলে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে দাক্কা লাগলে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহত মদন কুর্মী কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের মৃত লকেয়া কুর্মীর ছেলে। সড়ক দূর্ঘটনায় নাম না জানা আরেকজন আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন আছেন। 

কুলাউড়া থানার এস আই জহিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি  মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post