ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালনে মুশফিকুর রহিম


অনলাইন ডেস্কঃ জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে ছুটিতে আছেন। আসছে জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। আর এই জন্য কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রস্তুতিক্যাম্প। তার আগেই ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

জানা যায়, গতকাল শুক্রবার মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে- মুশফিক ছেলেকে নিয়ে ওমরাহ পালনের পোশাক পরে মক্কা শরিফের সামনে দাঁড়িয়ে আছেন। আর এই ছবি পোস্টের পরপরও কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীরা তাদের জন্য সুস্থতা ও দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে মুশফিক প্রথম সন্তান ছেলের বাবা হন। ছেলের নাম রাখেন- শাহরুজ রহিম মায়ান।

Post a Comment

Previous Post Next Post