স্টাফ রিপোর্টারঃ যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো। দৈনিক প্রথম আলো’র পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার উদ্যোগে গত ২৭ এপ্রিল শুক্রবার বিকাল ৩টায় রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উল্লেখ্য গত ৩০ মার্চ শুক্রবার রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮০ জন ক্ষুদে আঁকিয়ে বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস চিত্রাংকন প্রতিযোগিতা ২০১৮।
কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী। কুলাউড়া বন্ধুসভার ২০১৮ বর্ষের সভাপতি কাওছার আহমদ চৌধুরী সাব্বিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মনজুরুল আলম চৌধুরী খোকন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, বিশিষ্ট সংগঠক ও দন্ত চিকিৎসক ডাঃ হেমন্ত চন্দ্র পাল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার ২০১৭ বর্ষের সভাপতি তকলিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক একেএম জাবেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক জামাল তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিয় কুলাউড়ার সহ সম্পাদক মোহাইমিন ইসলাম মাহিন, সোস্যাল কেয়ার অব নেশনের অতীত সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ সোহেল আহমদ প্রমুখ।
পরবর্তীতে আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দরা চিত্রাংকন প্রতিযোগিতায় উত্তীর্ণ ৪৪ জন ক্ষুদে আঁকিয়ে বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেন। পুরো অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সময়ে যে বন্ধুরা উপস্থিত ছিলেন তারা হলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠাবৃন্দ এ.এফ.এম ফৌজি চৌধুরী, আব্দুস সামাদ আজাদ চঞ্চল, মাহবুব হোসাইন মাছুম, সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপ সাংগঠনিক সম্পাদক আশীষ আচার্য্য অপু, নারী বিয়ষক সম্পাদক কুসুম কলি, পাঠচক্র সম্পাদক মাহফুজ শাকিল, প্রচার সম্পাদক জিয়াউর রহমান, সাহিত্য সম্পাদক বিপুল চন্দ্র দাস, পাঠাগার সম্পাদক মামুন আহমদ, প্রশিক্ষন সম্পাদক চমক আচার্য্য, অর্থ সম্পাদক সায়েম আহমদ, ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সময় উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দরা তারা হলেন সমছুর রহমান, আব্দুল বাছিত জাহাঙ্গীর, আফজল আহমেদ, মোঃ আব্দুল আহাদ, সামছুল আলম সজীব, মহসীন আলম রুবেল, মোঃ জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন সুমেল, আলমাছ পারভেজ তালুকদার, জুয়েল দেব, মোঃ আব্দুল আজিজ, সিরাজুল আলম জুবেল, মাহমুদ সানি, শিপন আহমদ, দ্বিজন আচার্য্য, মিজানুর রহমান, সাইফুল অনিক, আব্দুল আহাদ, হুমায়ূন কবির সাহান সহ অনেকেই। পরিশেষে আপ্যায়ন শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
