অনলাইন ডেস্কঃ টানা বৃষ্টিপাতের পর ঝড়ে ভারতের উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু আগরাতেই ৩৬ জনের প্রাণহানি হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঝড়ে আহত হয়েছেন বহু মানুষ। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া ঝড়ে গবাদিপশু, ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৪৫ জনের মধ্যে অধিকাংশের মৃত্যু হয়েছে ঘুমন্ত অবস্থায়। বৃষ্টির পর ঝড়ে ঘরের ছাদ ও চাল ধসে তাদের মৃত্যু হয়।
এছাড়া রাজস্থানে ধুলোঝড়ে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
