সিরিয়ায় রুশ জঙ্গিবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত


অনলাইন ডেস্কঃ সিরিয়ায় রাশিয়ার একটি সুখোই-৩০ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে। জঙ্গিবিমানটি সিরিয়ার হেমেইমিম ঘাঁটি থেকে উড্ডয়নের পর ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়।

আজ রুশ গণমাধ্যম সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এসইউ-৩০এসএম যুদ্ধবিমানটিকে কেউ ভূপাতিত করেনি। সম্ভবত ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় এটি বিধ্বস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিবিমানটি সিরিয়ার হেমেইমিম ঘাঁটি থেকে উড্ডয়নের পর ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। দুই পাইলট বিমানটি রক্ষার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হন এবং প্রাণ হারান।

এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতা শুরুর পর থেকে এ পর্যন্ত ৮৬ জন রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।

প্রসঙ্গত, হেমেইমিম ঘাঁটিটি সিরিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং রাশিয়া ঘাঁটিটি পরিচালনা করে। 

Post a Comment

Previous Post Next Post