মোস্তাফিজকে না নিয়ে ভুল করিনি : বন্ড


স্পোর্টস ডেস্কঃ আইপিএলে আরও একবার পরাজয় বরণ করেছে মুম্বাই ইন্ডিয়ানস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১৪ রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এতে চলতি আইপিএল স্বপ্ন ফিকে হয়ে গেছে তাদের।

এ দশার জন্য মুম্বাই বোলিং কোচ শেন বন্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সঞ্জয় মাঞ্জেরেকার। তার মতে, মোস্তাফিজকে একাদশে না নেয়ার কারণেই ফের হেরেছে দলটি।

তবে নিজের পক্ষেই অবস্থান নিয়েছেন বন্ড। দলের নেয়া সিদ্ধান্তের পক্ষেই সাফাই গাইছেন তিনি, মোস্তাফিজকে না নিয়ে ভুল হয়নি। বলতে চাচ্ছি- শেষদিকে যদি বেন কাটিং ৩ বলে ৩টি ছক্কা হাঁকাত; তা হলে হয়তো এই সমালোচনা হতো না। আমি জোর দিয়েই বলব, একাদশ নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই।

এই কম্বিনেশন নিয়ে মুম্বাই জয় পেয়েছিল- এমনটি ইঙ্গিত করে কিউই পেস কিংবদন্তি বলেন, এ দল নিয়েই আমরা গত ম্যাচে জয় পেয়েছিলাম। কন্ডিশন অনুকূলে থাকায় এ উইকেটে বোলিং সহজ ছিল। ১৭ ওভার পর্যন্ত আমরা দারুণ করেছি। তবে বাকি ৩ ওভারে খেই হারিয়েছি, যা আসলে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। 

Post a Comment

Previous Post Next Post