গাজায় ইসরাইলের ব্যাপক হামলা


অনলাইন ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলনের অন্তত ৩০টি অবস্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

ইসরাইলের সামরিক মুখপাত্র জনাথন কনরিকাস এ খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে একটি সুড়ঙ্গপথ এবং হামাস ও জিহাদ আন্দোলনের কয়েকটি সামরিক অবস্থান রয়েছে বলে দাবি করেছেন জনাথন। তিনি আরো দাবি করেন যে, দিনের শুরুর দিকে গাজা থেকে ইসরাইলে মর্টার হামলা চালানো হয়; এর প্রতিশোধ নিতে ইসরাইলি সেনারা হামলা করে। জনাথন বলেন, ২০১৪ সালের গাজা যুদ্ধের পর এটাই ছিল দু পক্ষের মধ্যে সবচেয়ে সংঘাত।

এর আগের দিন ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকায় ট্যাংক দিয়ে হামলা চালায়। এতে এক ফিলিস্তিনি তরুণ শহীদ ও একজন আহত হন। হামাস মর্টার হামলাকে সমর্থন করে বলেছে, ফিলিস্তিনি জগণকে রক্ষা করার স্বাভাবিক অধিকার থেকেই তারা ওই মর্টার হামলা চালিয়েছে।

Post a Comment

Previous Post Next Post