প্রকাশ হলো স্বপ্নজালের প্রথম গান


স্পোর্টস ডেস্কঃ স্বপ্নজাল ছবিটি মুক্তি পাবে ৬ এপ্রিল। আর মাত্র দুই দিন বাকি। এর আগেই মঙ্গলবার প্রকাশ হলো স্বপ্নজালের একটি গান। গানটির শিরোণাম ‘এমন করে বলছি’। ‘এমন করে বলছি’ লিখেছেন উম্মে রায়হানা মুমু। নিজের সুরে রাশেদ শরীফ শোয়াইব কণ্ঠ দিয়েছেন আরমিন মুসার সঙ্গে।

গানটির শুরুতে দেখা যায় হাইওয়ে ধরে মটরসাইকেলে যাচ্ছেন প্রধান দুই চরিত্র পরীমনি ও ইয়াশ রোহান। এরপর তাদের ছুটতে দেখা যায় সবুজ মাঠ, দ্বীপ ও নদীতে। গিয়াস উদ্দিন সেলিম ব্যাতিক্রম ভাবেই করেছেন গানটির চিত্রায়ন।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্বপ্নজাল’-এ লগ্নি করেছে বেঙ্গল ক্রিয়েশন্স ও বেঙ্গল বারতা। পরী মনি ও ইয়াশ রোহান ছাড়াও আছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর ভারতের কলকাতাসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়।

বাংলাদেশের ৩০টির মতো প্রেক্ষাগৃহে ৬ এপ্রিল মুক্তি পাবে ‘স্বপ্নজাল’। এরপর একে একে মুক্তি পাবে ভারত ও অন্যান্য দেশে।

গানটির লিংক :


Post a Comment

Previous Post Next Post