তারানা হালিমের কাছে নায়ক ফারুকের অনুরোধ



বিনোদন ডেস্কঃ বেশ উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। এবার প্রথম বারের মতো আলাদা ভাবে দিবসটি পালন করছে চলচ্চিত্র পরিবার ও বিএফডিসি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে আলাদা ভাবে উদ্বোধন করা হয় এ দিনটির। দিবসটি উপলক্ষে চলচ্চিত্র পরিবার দুপুরে মান্না ডিজিটাল কমপ্লেক্স এর সামনে এক আলোচনা সভার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। আরো ছিলেন নায়ক ফারুক, আলমগীর, নির্মাতা ঝন্টু চৌধুরী সহ আরো অনেকে।

এ সময় নায়ক ফারুক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের কাছে অনুরোধ করে বলেন, আগে আমাদের অ্যানালগ সিস্টেম ছিলো। কিন্তু আচমকা ডিজিটাল সিস্টেম এ চলে আসলো। কিন্তু প্রজেক্টর সিস্টেম এই। এদিকে কবিরপুরে ফিল্ম সিটির কাজ চলছে। যা ঠিক ঠাক হতে পাঁচ হাজার কোটি টাকা লাগবে। আর এতো দূরে কেউ যাবে না শুটিং করতে। তাই উন্নয়ন করলে এই এফডিতিতেই হউক। আর আমরা ৪ বছর ধরে শুনে যাচ্ছি প্রজেক্ট মেশিন লাগানো হবে। কিন্তু কবে লাগানো হবে তা জানতে চাই?

Post a Comment

Previous Post Next Post