কাশ্মীর নিয়ে টুইটারে ধুন্ধুমার লড়াই গম্ভীর-আফ্রিদির



স্পোর্টস ডেস্কঃ খেলার মাঠে ভারত-পাকিস্তান ক্রিকেটারদের রেষারেষি নতুন কিছু নয়। দুই দেশের রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে খেলার বাইশ গজেও। তবে এবার ক্রিকেট মাঠ নয়, বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন ভারত-পাকিস্তানের দুই তারকা, তাও আবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। শাহিদ আফ্রিদি বনাম গৌতম গম্ভীর ধুন্ধুমার লড়াই এবার টুইটারে।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে গত সোমবার প্রাণ হারিয়েছে ১৩ পাকিস্তানি জঙ্গি। তারপরেই কাশ্মীরীদের ‘মানবিকতা লঙ্ঘন’ নিয়ে সুর চড়িয়েছে পাকিস্তান সরকার। তবে এবার নিজের দেশের সরকারের সুরে সুর মিলিয়েই কাশ্মীরে প্রাণ হারানো জঙ্গিদের ‘নিরাপরাধ’ সার্টিফিকেট দিলেন শহিদ আফ্রিদি।

পাকিস্তানের হয়ে কিছু দিন আগেই অবসর নিয়েছেন আফ্রিদি। তারপরেই পাকিস্তানের এই তারকা এদিন টুইট করেন, ‘‘ভারত-অধিকৃত কাশ্মীরে ভয়াবহ, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার কণ্ঠস্বর চাপা দিতে দমনমূলক নীতিতে নিরীহদের গুলি করে মারা হচ্ছে। অবাক হয়ে ভাবি কোথায় গেল রাষ্ট্রসংঘ, অন্য আন্তর্জাতিক সংস্থাগুলি! কেন এই রক্তপাত থামাতে তারা সচেষ্ট নয়?’’

এ দিকে, আফ্রিদির টুইটের উত্তর দিতে মাঠে নামেন স্বয়ং সাবেক কেকেআর নেতা গৌতম গম্ভীর। তার টুইট, ‘‘মিডিয়া অনেকবার আমাকে শহিদ আফ্রিদির কাশ্মীর-মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। কী বলার রয়েছে? আফ্রিদির শব্দকোষে ইউএন (ইউনাইটেড নেশনস)-এর অর্থ আন্ডার নাইন্টিন বয়সের ব্র্যাকেটে! মিডিয়া রিল্যাক্স থাকতে পারে, শহিদ আফ্রিদি আসলে নো বলে আউটের সেলিব্রেশনে মত্ত।’’

Post a Comment

Previous Post Next Post