ব্রাহ্মনবাজারে গোল্ড কাপ টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন


স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলা ব্রাহ্মনবাজার গ্রামবাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে গোল্ডকাপ এন্ড রোপ্যকাপের ফাইনাল সম্পন্ন হয়েছে।
১এপ্রিল রবিবার ব্রাহ্মনবাজার জালালাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল অনুষ্টিত হয়। 
নবতরুন স্পোর্টিং ক্লাব গোবিন্দপুরকে ৪উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে জায়জাকির ক্রিকেট ক্লাব ।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে নবতরুন স্পোর্টিং ক্লাব গোবিন্দপুর, দলের পক্ষে সর্বোচ্চ ৪৮রান করে খালেদ, প্রকাশের ব্যাট থেকে আসে ২৯রান, জায়জাকির এর পক্ষে মাছুম ৪ ও সুমিত ৩টি উইকেট লাভ করেন।  
জবাবে তুহেলের ৬৪ ও রেজাউল এর ৬০রানে সহজে জয়ের লক্ষে পৌছে  জায়জাকির ক্রিকেট ক্লাব। নবতরুন স্পোর্টিং ক্লাব গোবিন্দপুর এর পক্ষে বাবলু ২টি উইকেট লাভ করেন। ফাইনাল খেলার ম্যাচ সেরা জায়জাকির এর তুহেল ও টুর্নামেন্ট সেরা নবতরুন স্পোর্টিং ক্লাবের প্রকাশ।
ফাইনাল খেলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্টানে গ্রাম বাংলা স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মারজান আহমেদ এর সভাপতিত্বে ও গ্রাম বাংলা স্পোর্টিং ক্লাবের সদস্য গোলাম আজম রনি পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এসআই রুকন আহমদ, ব্রাহ্মনবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির কাজল, দুবাই প্রবাসী মোঃ সুহেল আহমদ, বাবুল মিয়া, সাংবাদিক মঈনুর রহমান সাহান, হারুন মিয়া প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post