সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন মাশরাফি



স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট শিকারের নয়া রেকর্ড গড়লেন মাশরাফি বিন মর্তুজা। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগে (ডিপিডিসিএল) এখন পর্যন্ত ৩৮টি উইকেট নিয়েছেন তিনি। ফলে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ে ফেলেন ম্যাশ। 

গত মৌসুমে ৩৫ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক হয়েছিলেন বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি। এক মৌসুম পরই রনির কীর্তি মুছে ফেলে নয়া রেকর্ড গড়লেন মাশরাফি। 

চলতি মৌসুমে ১৫ ম্যাচে ১২২ দশমিক ৫ ওভার বোলিং করেছেন মাশরাফি। রান দিয়েছেন ৫৪০। গড়- ১৪ দশমিক ২১। ওভার প্রতি ইকোনমি ৪ দশমিক ৩৯। দু’বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ফিগার ৪৪ রানে ৬ উইকেট। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেরা বোলিং ফিগার দাঁড় করানোর ম্যাচে হ্যাট্রিকও করেন মাশরাফি। 

এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫৭টি ম্যাচ খেলেছেন মাশরাফি। ৩৬৭টি উইকেট নিয়েছেন ৩৪ বছর বয়সী বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। 

Post a Comment

Previous Post Next Post