সাদা গোলাপে সাজবে হ্যারি-মেগানের বিয়েবাড়ি



অনলাইন ডেস্কঃ বেশ জোরেশোরেই চলছে ব্রিটিশ রাজপরিবারে বিয়ের প্রস্তুতি। বিয়েবাড়ি থেকে শুরু করে হবু বধূ মেগান মার্কেলের সাজসজ্জার নানা খুঁটিনাটি সামনে আসতে শুরু করেছে। 

জানা গেছে, বিয়েবাড়ি সাজানো হবে সাদা গোলাপ দিয়ে। এর সঙ্গে থাকবে পেয়োনিস আর ফক্সগ্লোভ। ব্যবহার করা হবে বিচ, বার্চ ও হর্নবিমের পাতা আর ডালও।

আগেই জানানো হয়েছে, বিয়ে হবে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস চ্যাপেলে। আর এই গির্জা সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে লন্ডনের ফুল ব্যবসায়ী ফিলিপা ক্র্যাডোককে। প্রিন্স হ্যারির সঙ্গে মেগান মার্কেলের বিয়ে হবে আগামী ১৯ মে। এই জুটি চান, তাঁদের বিয়ের আসরটি সাজানো হোক মৌসুমি ফুল দিয়ে।

এর মধ্যেই এই হবু দম্পতির বিয়ের কেকের অর্ডার দেওয়া হয়ে গেছে। বিয়েতে লেমন এল্ডারফ্লাওয়ার কেক থাকবে আর এই কেক বেক করবেন পেস্ট্রি প্রস্তুতকারী শেফ ক্লেয়ার পিটাক। 

Post a Comment

Previous Post Next Post