গাজায় ফের ইসরাইলি বাহিনীর গুলিতে ৮ ফিলিস্তিনি নিহত



অনলাইন ডেস্কঃ গাজা সীমান্তে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ফের গুলি চালিয়েছে ইসরাইল। গতকাল শুক্রবার ইসরাইলি সেনাদের গুলিতে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত সপ্তাহ থেকে ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। খবর আল-জাজিরা’র

ফিলিস্তিনিরে স্থানীয় মিডিয়া শিহাব নিউজ জানিয়েছে, শুক্রবার নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭৮০ জন আহত হয়েছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছিল ফিলিস্তিনের ওই ভূখণ্ডে দশক পুরানো সীমান্ত অবরোধের প্রতিবাদ চলবে কয়েক সপ্তাহ ধরে।

শুক্রবারের গণ-প্রতিবাদ ছিল দ্বিতীয় দফায় প্রতিবাদের ঘটনা। ইসরাইলের অভিযোগ, কট্টরপন্থী গ্রুপ হামাস প্রতিবাদের আড়ালে ইসরাইলের সীমান্তে হামলা চালাচ্ছে। সেই সাথে ইসরাইল হুঁশিয়ারি দিয়েছে, যারা সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যাবে তারা নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলবে।

Post a Comment

Previous Post Next Post