জনপ্রিয় পেইজগুলো চালাচ্ছে কারা, যাচাই করবে ফেসবুক



অনলাইন ডেস্কঃ ভুয়া সংবাদ ছড়ানো এবং অসত্য প্রচারণা বন্ধের জন্য এবার পদক্ষেপ নিচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, জনপ্রিয় পেইজ বা পাতাগুলো যাচাই করে দেখতে হবে। এই পাতাগুলো চালানোর ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা। ফেসবুক এটিকে নতুন অভিযান হিসেবে দেখছে।

জানা গেছে, জনপ্রিয় পেইজ পরিচালনায় কেউ আসল পরিচয় গোপন করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলেছে কি-না, তাও যাচাই করে দেখা হবে। জাকারবার্গ বলেন, ফেসবুকে রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের প্রস্তাবকে তিনি সমর্থন করছেন। এর আগে, তীব্র সমালোচনার মুখে ফেসবুক কর্তৃপক্ষ গ্রাহকদের প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলেছে।

মার্ক জাকারবার্গ বলেছেন, তিনি আগে ভাবতেন, ফেসবুকের সুবিধা কে, কিভাবে ব্যবহার করলো- সেই দায় ব্যবহারকারীদের উপর বর্তাবে। এই চিন্তায় সীমাবদ্ধতা ছিল বলে জাকারবার্গ মনে করেন। ফেসবুককে আরো বেশি দায়িত্বশীল হতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। বিবিসি।

Post a Comment

Previous Post Next Post