কুলাউড়ায় সামার বার্লি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী



স্পোর্টস রিপোর্টারঃ কুলাউড়ায় সামার বার্লি সিজন ২ ক্রিকেট প্রিমিয়ার লীগ টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

৭ এপ্রিল শনিবার জয়পাশা ফ্রেন্ডস ক্লাব আয়োজিত কুলাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় জুনেদ ওয়ারিয়র্স ২৬ রানে রেড লায়নসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়পাশা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মুহিবুর আলম মুহিত ও রবিউল  সানি  মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট এর সভাপতি  ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুর আহমদ, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, ক্রীড়া সংগঠক বেলায়েত হোসেন লাভলু, জেলা তথ্য প্রযুক্তিলীগের সহ-সভাপতি তারেক মাসুদ প্রমুখ। বক্তব্য শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও  রানার্সআপ দলে র খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

Post a Comment

Previous Post Next Post