অনলাইন ডেস্কঃ চীনের সঙ্গে হাত মিলিয়ে ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে ভারত। আর তারই জের ধরে এবার পাকিস্তানের জন্য শীঘ্রই দু'টি রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে চীন। জুন মাসেই সেই স্যাটেলাইট লঞ্চ করা হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে চীনের একাডেমি অফ লঞ্চ ভেইকল টেকনোলজি মঙ্গলবার জানিয়েছে, এই প্রথম আন্তর্জাতিক স্যাটেলাইট নিয়ে উড়বে চীনের লং মার্চ-২সি। এর আগে মোটোরোলার ইরিডিয়াম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল এই রকেট। ১৯৯৯ সালে রকেটটি লঞ্চ করা হয়েছিল।
এই রকেটেই মহাকাশে যাবে চীন-ফ্রান্স ওসানোগ্রাফি স্যাটেলাইট। সেটা অবশ্য এ বছরের সেপ্টেম্বরে। যা দিয়ে সমুদ্রের হাওয়া ও ঢেউয়ের উপর নজর রাখা যাবে।
এদিকে কিছুদিন আগেই চীনের যুদ্ধবিমান থেকে আ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। পাকিস্তান নেভি ও এয়ারফোর্স যৌথভাবে ওই মিসাইল পরীক্ষা করে।