আইপিএলের বোলারদের সেরা পাঁচে মুস্তাফিজ



অনলাইন ডেস্কঃ ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর আইপিএলের গত তিন আসরের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক শীর্ষ ওয়েবসাইট ক্রিকইনফো। পারফরম্যান্সের ভিত্তিতেই করা হয়েছে এ তালিকা।

যেখানে বোলারদের সেরা পাঁচে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। ইকনোমি রেটের দিক দিয়ে এবার তিনি আছেন তালিকার ৪ নম্বরে। 

সেরা বোলারদের তালিকার এক নম্বরে আছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত আসরে খেলা আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তার স্মার্ট ইকনোমি রেট ৫.২৯। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্মার্ট ইকনোমি ৫.৬৮।

৬.০৮ স্মার্ট ইকনোমি নিয়ে ৩ নম্বরে ক্যারিবীয় 'দুর্বোধ্য স্পিনার' সুনীল নারাইন। চার নম্বরে থাকা মুস্তাফিজের স্মার্ট ইকনোমি ৬.৩২। এবার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলবেন কাটার মাস্টার। শেষে পঞ্চম স্থানে ৬.৬১ স্মার্ট ইকনোমি নিয়ে আছেন ক্রুনাল পাণ্ডিয়া।

Post a Comment

Previous Post Next Post