কুলাউড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত



স্টাফ রিপোর্টারঃ 'সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল হকের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

শোভাযাত্রায় কুলাউড়া স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশ নেন। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকির হোসেনের পরিচালনায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী । 

Post a Comment

Previous Post Next Post