ভারতের ওপর নজরদারি স্যাটেলাইট পাঠাচ্ছে পাকিস্তান!


অনলাইন ডেস্কঃ ভারতীয় সেনারা একাধিক স্যাটেলাইটে’র মাধ্যমে পাকিস্থানের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে। এবার এরই প্রেক্ষিতে ঠিক একইভাবে ভারতের উপর নজরদারির জন্য এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছে পাকিস্থান সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্থানের এই উপগ্রহ-ক্ষেত্রকে সাজানোর দুটি প্রধান কারণ হলো, ভারতের উপর নজরদারি এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমানো।

পাকিস্থানিরা নিজেদের স্বনির্ভরতা বৃদ্ধি এবং বিদেশি উপগ্রহ বিশেষত মার্কিন ও ফরাসি উপগ্রহের ওপর নির্ভরশীলতা কমাতে একাধিক প্রকল্প গ্রহণ করছে।

এক সর্বভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্থান আগামী আর্থ বছরে মহাকাশ গবেষণা ও অভিযান খাতে ৪৭০ কোটি রুপি বরাদ্ধ রেখেছে। এর মধ্যে ২৫৫ কোটি রুপি শুধুমাত্র ধার্য করা হয়েছে নতুন এ প্রকল্পের জন্য।

পাকিস্থানের সংবাদমাধ্যমে বলা হয়, পাকিস্থান মাল্পি-মিশন স্যাটেলাইট (পাকস্যাট এমএম-১) এর জন্য ১৩৫ কোটি রুপি বরাদ্দ ধরা হয়েছে। পাশাপাশি করাচি, লাহোর এবং ইসলামাবাদে স্পেস সেন্টার খুলতেও তৎপর রয়েছে প্রশাসন। এর জন্য বরাদ্দ হয়েছে ১০০ কোটি রুপি। প্যাকস্যাট এমএম-১ এর খরচ হবে প্রায় ২৭০০ কোটি রুপি।

Post a Comment

Previous Post Next Post