ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত


অনলাইন ডেস্কঃ ইতালির মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শামসুল হক স্বপনের (২৩) বাড়ি ঢাকার নবাবগঞ্জে বলে জানান গেছে। এঘটনায় পুলিশ মরক্কোর দুই নাগরিককে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ৩৫ মিনিটে মিলানোর সেত্তেমবিরিনি নামক একটি রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কাজ সেরে সিনিসেল্লো বালসামো থেকে সেন্ট্রালের দিকে বাসায় ফিরছিলেন স্বপন। পথে মিলানোর সেত্তেমবিরিনি নামক একটি রাস্তায় স্থানীয় সময় আনুমানিক রাত ২টা ৩৫ মিনিটে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Post a Comment

Previous Post Next Post