নো ম্যান্স ল্যান্ডে বন্য হাতির বাচ্চা প্রসব



অনলাইন ডেস্কঃ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে গত শুক্রবার ভারত থেকে নেমে আসা একদল বন্য হাতির মধ্যে একটি মা হাতি বাচ্চা প্রসব করার খবর পাওয়া গেছে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ানের বিজয়পুর বিওপি’র কমান্ডার মোঃ শাজাহান বলেন, প্রতি বোরো মৌসুমে প্রায় সময়ই ভারত থেকে বন্য হাতির দল সীমান্ত পেরিয়ে আমাদের দেশে অনুপ্রবেশ করে।

শনিবার (৭ এপ্রিল) ভোরেও ভারত থেকে বন্য হাতির একটি দল সীমান্ত অতিক্রম করে আমাদের দেশে ধানের জমিতে ধান খেতে আসে। দুপুরের দিকে হাতির দলে থাকা এক মা হাতি বিজয়পুর সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে একটি বাচ্চা প্রসব করে।

খবর পেয়ে ভারতের বনরক্ষী বাহিনী ও বাগমারা ক্যাম্পের বিএসএফ বিজিবি অনুমতি নিয়ে বাচ্চাসহ মা হাতিটিকে ভারতে ফিরিয়ে নিয়ে যায়। এ খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে ভারত ও বাংলাদেশের শত শত উৎসুক জনতা হাতি ও হাতির বাচ্চাকে দেখার জন্য সীমান্তে ভিড় জমায়।

Post a Comment

Previous Post Next Post