স্পোর্টস ডেস্কঃ কিছুদিন পরই ফয়সালা হবে, এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপা কার হাতে উঠছে। এ মুহূর্তে সেই ট্রফি বিশ্বভ্রমণ করছে। তা নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক কিংবদন্তি রোনালদিনহো। শনিবার স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। সাংবাদিকদের দিলেন নানা প্রশ্নের উত্তর।
আগামী ২৬ মে কিয়েভের এনএসসি অলিম্পিস্কি স্টেডিয়ামে হবে শিরোপার লড়াই। সেদিনই ইউরোপ সেরা ক্লাবগুলোর ৬৩তম আসরের চ্যাম্পিয়ন পাওয়া যাবে। তো এবারের আসরের টাইটেল কার হাতে দেখছেন?
রোনালদিনহো বলেন, শিরোপার দৌড়ে থাকা সব ক্লাবগুলোই ভালো। তবে আমার ফেবারিট বার্সেলোনা।
লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-কে সেরা? এ নিয়ে বিতর্ক চলে আসছে বহুদিন। এ বিতর্কে দুই ভাগে বিভক্ত বিশ্বের ফুটবল রসিকরা। আপনার চোখে কে এগিয়ে?
২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য বলেন, মেসি; তার পাশে খেলতে আমি ভালোবাসতাম। তবে সময়টা খুব বেশি পায়নি। তখন সে ছিল খুবই তরুণ। এখন ও অনেক পরিণত-ক্ষুরধার। বর্তমানের ফুটবলের মাস্টারপিস। আমি এ আর্জেন্টাইনের সঙ্গে ফের খেলতে চাই।
মেসির সঙ্গে একই দলে খেলতেন। দুজনের যুগলবন্দিও ছিল দুর্দান্ত। অথচ হঠাৎই বার্সা ছেড়ে পাড়ি জমালেন ইন্টার মিলানে। সময় থাকতে জাতীয় দলেও উপেক্ষিত হয়েছে। এ নিয়ে কোনো মন্তব্য আছে?
দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, ক্যারিয়ার নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। ব্যক্তিগত ও দলীয় অর্জনের যেসব স্বপ্ন দেখতাম সবই পূরণ হয়েছে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট।