ভাটেরায় নতুন বিদ্যুত সংযোগের আনুষ্টানিক শুভ উদ্বোধন


বিশেষ প্রতিনিধিঃ "শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ২৭ এপ্রিল কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের ২৬৯টি পরিবারের মাঝে বিদ্যুতের নতুন লাইন শুভ উদ্বোধন করা হয়।
ইসলামনগর হাজী মর্তুজ আলী বাড়ীর উত্তর মাঠে মৌলভীবাজার -২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এ বিদ্যুৎ উদ্বোধন করেন। 
এসময় ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী ফিরুজ মিয়ার সভাপতিত্বে ও ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মোঃমহিউদ্দিন, কুলাউড়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু গৌরা দে, বরমচাল আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলার সদস্য আব্দুর রউফ চৌধুরী তুতি, ভাটেরা ষ্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শাহ ফয়জুর রহমান, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ, ৬ নং ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম পাখি, সাবেক সদস্য সাইফুর রহমান সিদ্দিকী, কাতার প্রবাসী হারিছ আলী তালুকদার, আওয়ামীলীগনেতা হাজী কমর উদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সদস্য অশোক চন্দ্র, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী কান্ত দেব, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, ওয়্যারিং পরিদর্শক আবু মুসা সরকার। এছাড়া বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা ছাত্রলীগনেতা শাকিল সিদ্দিকী খালেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক কামেল হোসেন রাজা। 
ইসলামনগর বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবক শেখ বদরুল ইসলাম সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালিক চৌধুরী, হাজী শওকত আলী,ডাঃ মানিক রন্জন দাস, যুগ্ন-সাধারন সম্পাদক খসরুজ্জামান খছরু,উমেদ আলী, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান সিদ্দিকী, যুব ও ক্রীড়া সম্পাদক নির্মল দাস, শেখ সেফুল সিদ্দিকী, যুবলীগের সভাপতি হেলাল সিদ্দিকী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী এখলাছ সিদ্দিকী, ক্রীড়া সংগটক সেলিম আহমদ, কাতার প্রবাসী সেলিম তালুকদার, আব্দুল্লাহ আল মামুন তালুকদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, মাধব চক্রবর্তী, মিন্টু দেব, স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জুয়েল আহমদ, শাহ মতিউর রহমান, সাইম উদ্দিন সিদ্দিকী, মনসুর তালুকদার প্রমূখ। 
আনুষ্টান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম ও গীতা পাঠ করেন কাজল চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। জানা যায়, ৯৩,৫৪,৮০০ টাকা ব্যয়ে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এতে ইসলামনগর বাসীর সবাই আনন্দে সরকারের প্রতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শুভেচ্ছা ও কৃতঙ্গতা প্রকাশ করেন।

Post a Comment

Previous Post Next Post