মৌলভীবাজারে অটিজম সচেতনতা দিবস পালিত


স্টাফ রিপোর্টারঃ নারী ও বালিকাদের ক্ষমতায়ন হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন:- এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে র‌্যালী, আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৮। 
এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের নের্তৃত্বে ২ এপ্রিল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্য্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রোকন উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আদিল মোক্তাকিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ নওশের আলী খোকন,ডি,রায় বাবলু, ডাঃ এ,কে,এম.জিল্লুল হক, মো: নজরুল ইসলাম মুহিব প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post