কুলাউড়ার বরমচাল ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

কুলাউড়ার বরমচাল ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা


স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ সালের উন্নিয়ন মূলক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

গত বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনার মাধ্যমে ১ কোটি ৪৫ লক্ষ ৫১ হাজার ২ শত ১৯ টাকা আয় ও ১ কোটি ৪৫ লক্ষ ৪৬ হাজার ৬ শত ৮০ টাকা ব্যয় এবং  ৪ হাজার ৫ শত ৩৯ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট প্রকাশ করা হয়।

এলাকার গণ্যমাণ্য ব্যত্তিসহ ইউপি সদস্যদের উপস্তিতে বাজেট অধিবেশনে ইউপি সচিব আশাফ হোসেনের সঞ্চালনায় বাজেট ঘোষণা করেণ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য,  কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব আব্দুল আহবাব চৌধুরী শাহজান।

এসময় উপস্তিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য হাজী আব্দুর রউফ চৌধুরী তুতি, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য হাজী আনার উদ্দিন, মো. আব্দুল সালাম, লতিফ খান, আক্কাস মিয়া, বরমচাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতাহির উদ্দিন শিশু, বরমচাল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তাজ খান, সিংগুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিহিত রঞ্জন দেব, বরমচাল ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আবুল হোসেন খান বাবলু, সাধারণ সম্পাধক হেলাল খান, বিশিষ্ট সমাজসেবক ৭ নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বরমচাল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন খছরু, ইউপি সদস্য আশাফুল ইসলাম রাজিব (বিশিষ্ট ব্যবসায়ী), ফখরুল ইসলাম (নব নির্বাচিত), শামীম আহমদ,  শাহানূর আহমদ সাদন, আবুল কালাম টেপন, মোস্তাফিজিুর রহমান, ময়নুল হক সোনা, চন্দন কুর্মী , মহিলা ইউপি সদস্য শিরিন আক্তার, শেফালী বেগম ও শেলী বেগম (প্রমুখ)।

Post a Comment

Previous Post Next Post