ইরানকে ৮-১ গোলে হারাল বাংলাদেশ


স্পোর্টস ডেস্কঃ হংকং জকি কাপ ক্লাব ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানকে পুরোপুরি বিধ্বস্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল। তহুরা খাতুন ও শামসুন্নাহারে হ্যাটট্রিকের দিনে ইরানকে ৮-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলে বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটেই গোল পায় খাতুন-শামসুন্নাহাররা। তহুরা গোল করে এগিয়ে দেন দলকে। প্রথম তিন গোল এসেছে তার পা থেকেই। দ্বিতীয় গোলটি তিনি পান ম্যাচের ১৩ মিনিটে। ২৯ মিনিটের মাথায় ইরানের জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এরপর ৩২ মিনিটে গোল করেন অ্যানি মগিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের জালের দেখা পান শামসুন্নাহার। এতে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শামসুন্নাহার। প্রথমার্ধের পর ম্যাচের ৬৩ ও ৬৭ মিনিটে তিনি করেন আরও দুটি গোল। ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মগিনি। তবে ম্যাচের একেবারে শেষ দিকে স্বান্তনার একটি গোল পরিশোধ করে ইরান। তাতে ৮-১ গোলের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এর আগে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারায় খাতুন-শামসুন্নাহাররা।

বর্তমান র‌্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ৫৮, যেখানে ৪৪ ধাপ পিছিয়ে থেকে বাংলাদেশের অবস্থান ১০২।

শেষ ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল।

Post a Comment

Previous Post Next Post