বদলে যাচ্ছে ৫ জেলার ইংরেজি বানান



অনলাইন ডেস্কঃ বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে ৫টি জেলার ইংরেজি বানান পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। 

সোমবার (২ এপ্রিল) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাব উঠবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 

বদলে যাচ্ছে যেসব জেলার বানান 

চট্টগ্রাম Chittagong  Chattagram
কুমিল্লা Comilla          Kumilla
বরিশাল Barisal          Barishal
যশোর Jessore          Jashore
বগুড়া Bogra          Bogura

নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠনসহ পুনর্বিন্যাস, নতুন মন্ত্রণালয় ও বিভাগ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত দেয় নিকার। প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক থাকেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়েই নিকার সভায় এ প্রস্তাব উঠার কথা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post