বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ পেতে যাচ্ছে তুরস্ক



অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে আগামী ১২ মাসের মধ্যে বর্তমান বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ পেতে যাচ্ছে তুরস্ক।

এ ব্যাপারে দেশটির সংবাদমাধ্যম ইয়েনি সাফাক বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক সরকার ২০১৪ সালে এফ-৩৫ এর ৩০টি বিমান অর্ডার দিয়েছিল। আরও ৭০টির অর্ডার দেয়ার চিন্তা রয়েছে। প্রতি বছর ১০টি করে যুদ্ধবিমান পাবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে, যা শুরু হবে ২০১৯ সালের শুরুতেই।

প্রসঙ্গত, এফ-৩৫ যুদ্ধবিমানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি মুহূর্তের মধ্যে মাটি থেকে সরাসরি উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এজন্য লম্বা রানওয়ের প্রয়োজন হয় না।

১০টি দেশ মিলে কয়েক ডিজাইনে এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাণ করছে। প্রকল্পটির নাম জয়েন্ট স্ট্রাইক ফাইটার। উদ্যোক্তা দেশগুলোর মধ্যে তুরস্কও রয়েছে।

Post a Comment

Previous Post Next Post