মিশিগান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২



অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির (সিএমইউ) একটি ডরমেটরিতে বন্দুকধারীর হামলায় অন্তত দু'জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে ওই বন্দুকধারী ডরমেটরিতে এসে সরাসরি গুলি শুরু করেন।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেল হলে এ হামলার ঘটনা ঘটে এবং ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিবাদে এ হামলা হয়েছে।

নিহতরা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ বছর বয়সী এক ব্যক্তি এসে গুলি শুরু করেন। বিশ্ববিদ্যালয়টিতে ২৩ হাজার শিক্ষার্থী রয়েছে।

অসমর্থিত একটি সূত্রের দাবি, সম্ভবত ওই তরুণ তার বাবা-মাকে গুলি করে হত্যা করেছে।

পুলিশ হামলাকারীর নাম জেমস এরিক ডেভিস (জুনিয়র) বলে জানিয়েছে। তার বয়স ১৯ বছর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার পর নিজেদের টুইটারে শিক্ষার্থীদের জন্য সতর্কতা জারি করেছে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিয়ার মেজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হন, যাদের ১৪ জনই শিক্ষার্থী।

Post a Comment

Previous Post Next Post