ব্রাহ্মনবাজারে কে হবেন নতুন ইউপি সদস্য ?

 ওয়ার্ড উপ-নির্বাচনে ভোট গ্রহন শুরু


মঈনুর রহমান সাহানঃ উৎসব মুখর ও শান্তিপুর্ণ পরিবেশে কুলাউড়ার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ব্রাহ্মনবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড উপ-নির্বাচনের ভোট গ্রহন। ওয়ার্ড উপ-নির্বাচনে ৮জন প্রার্থী ভোটে অংশগ্রহন করছেন, তাই সবার মাঝে একটাই প্রশ্ন কে হবেন নতুন ইউপি সদস্য।

বৃহস্পতিবার সকাল ৮ থেকে এ ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। কেন্দ্র ঘুরে দেখা যায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী।

সকালে কেন্দ্রে ঘুরে দেখা যায় ভোটারদের মাঝে ছিল উৎসব মুখর পরিবেশ।


নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভোট কেন্দ্রে পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।


Post a Comment

Previous Post Next Post