লাস পালমাসের সঙ্গে বার্সেলোনার ড্র



স্পোর্টস ডেস্কঃ পয়েন্ট তালিকায় তলানির দিকে থাকা লাস পালমাসের সঙ্গে ড্র করেছে বার্সেলোনা।

বৃহস্পতিবার লা লিগায় অবনমন অঞ্চলের দলটির মাঠে ১-১ ড্র করেছে তারা।

ম্যাচের ২১তম মিনিটে মেসির ফ্রি-কিকে এগিয়ে যায় বার্সা। ডি-বক্সের বাইরে আর্জেন্টাইন ফরোয়ার্ডই ফাউলের শিকার হয়েছিলেন। এবারের লিগে এটা তার ২৩তম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে লাস পালমাস। ৪৮তম মিনিটে জোনাথন কায়েরির সফল স্পট কিকে সমতায় ফেরে তারা। গোলমুখে সের্হিও রবের্তোর বিরুদ্ধে উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াসকে ফেলে দেওয়ায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। সেখান থেকেই গোল করেন কায়েরি।

Post a Comment

Previous Post Next Post