শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী এখন ঢাকায়



অনলাইন ডেস্কঃ ঢাকার নারী সংস্থা নারীপক্ষের সহযোগিতায় শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী ঢাকায় পৌঁছেছেন।

তারা হলেন- যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার, ইরানের শিরিন ইবাদি ও ইয়েমেনের তাওয়াক্কল কারমান।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

এদিকে, ঢাকার নারী সংস্থা নারীপক্ষের সহযোগিতায় নোবেল জয়ী এ তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়েছে।

ঢাকা সফরকালে তারা স্ব-চোখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের দুর্দশা দেখবেন এবং বিশেষ করে রোহিঙ্গা নারীদের ওপর যে ব্যাপক মাত্রায় নির্যাতন হয়েছে সে বিষয়ে শুনবেন ও জানবেন।

সূত্রে জানা গেছে, নোবেল বিজয়ী এই তিন নারী নোবেল ওমেন্স ইনিশিয়েটিভের সদস্য। তারা ন্যায্যতা, শান্তি ও সমতা নিয়ে কাজ করছেন। শান্তিতে নোবেল বিজয়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর সেই চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

এ সফরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে সূত্রে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post