সৌদি নারীরা এবার সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন

সৌদি নারীরা এবার সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন


অনলাইন ডেস্কঃ সৌদি আরবে এবার সেনাবাহিনীতে নারীরা যোগ দিতে পারবে। সৈনিক পদে তাদের নিয়োগের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তবে এই সুযোগ দেশজুড়ে থাকছে না। সৌদি সরকারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের

সৌদি আরবের সাধারণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদ, মক্কা, আল কাসেইম এবং আল মদিনায় নিয়োজিত সেনবাহিনীতে সৈনিক পদে নিয়োগ দেওয়া হবে নারীদের। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘ভিশন ২০৩০’ নামের যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারই অংশ এই পদক্ষেপ। 

বিবৃতিতে বলা হয়েছে, নারীদের ১২টি শর্ত পূরণ করতে হবে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, নারীদের প্রথমত সৌদি বংশোদভুত এবং এখানে লালিত-পালিত হতে হবে।

তাদের বয়স ২৫ বছর থেকে ৩৫ বছর হতে হবে। কমপক্ষে হাইস্কুল পাস করতে হবে। কোনো অপরাধ থাকলে এবং কোনো সরকারি সংস্থায় কাজ করলে নিয়োগ পাবেন না ওইসব নারীরা।

Post a Comment

Previous Post Next Post