অনলাইন ডেস্কঃ অনুমতি না নেওয়ায় পূর্ব ঘোষিত বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পুলিশি হস্তক্ষেপে পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে নেতাকর্মীদের ওপর রঙিন পানি বর্ষণ করে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বেলা ১১টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার সময় হঠাৎ পুলিশ লাঠিচার্জ ও রঙিন পানি নিক্ষেপ শুরু করে। এতে বিএনপির অনেক নেতাকর্মীকে ভিজতে দেখা যায়। এদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। পানির ছিটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গায়ে লাগে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, ঘটনাস্থল থেকে বিএনপির ১৫/২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) পক্ষ থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। বিএনপি আজকের কর্মসূচির জন্য কোনো অনুমতি নেয়নি। তাই এই কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। সুত্রঃ বিডি প্রতিদিন