দুই বছরের শিশুর ‌পাকস্থলিতে এলইডি বাল্ব !



অনলাইন ডেস্কঃ দুই বছরের এক শিশু খেলতে খেলতে গিলে ফেলেছিল একটি এলইডি বাল্ব। খেলনা মোবাইলে লাগানো ছিল সেই বাল্বটি।  কিন্তু শিশুটি সেটিকে গিলে ফেলে। কিন্তু কোন অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসকেরা শিশুর পাকস্থলি থেকে এলইডি বাল্বটি উদ্ধার করে।

সুদূর সৌদি আরব থেকে দুই ‌বছরের সেই শিশুকে নিয়ে মা-বাবা হাজির হয়েছিলেন মুম্বাইয়ের শিশু হাসপাতাল বাই জারবাই ওয়াদিয়া হাসপাতালে। চিকিৎসকেরা  প্রথমে অ্যান্টিবায়োটির দেন শিশুটিকে। এতে নাকি শরীরে সংক্রমণের আশঙ্কা কমে যায়। সেই কারণেই প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণের আশঙ্কা কমিয়ে দেওয়া হয়। 

তারপর ব্রোঞ্চেস্কোপি করে বের করা হয় ২ সেন্টিমিটারের এলইডি বাল্বটি। সময় লাগে মাত্র ২ মিনিট। শুধু মাত্র ফরসেপের সাহায্যেই বের করা হয় বাল্বটি। কোনও রকম অস্ত্রোপচার করতে হয়নি। তবে শিশু বলেই এই পদ্ধিতে কাজ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। শিশুটির মা-বাবা ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের।  ‌

Post a Comment

Previous Post Next Post