যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড


অনলাইন ডেস্কঃ যুক্তরাজ্যের সারেতে ঐতিহ্যবাহী একটি পাঁচতারা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবনটির আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, দমকল বাহিনীর অন্তত ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ষোড়শ শতকীয় ঐতিহ্যবাহী হোটেল ভবনটির ছাদ এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলের দিকে বেশ ক’টি অ্যাম্বুলেন্স ছুটে গেছে। 

উল্লেখ্য, ঐতিহ্যবাহী ভবন হিসেবে স্বীকৃত পাঁচতারা এই অভিজাত হোটেল ভবনটি ষোড়শ শতকের এলিজাবেথীয় যুগে নির্মিত। হ্যামবলডন হাউস নামে পরিচিত এই হোটেলটি সারে অঞ্চলের সবচেয়ে ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি। 

Post a Comment

Previous Post Next Post