ইরান কাজটা ভালো করেনি : ট্রাম্প

ইরান কাজটা ভালো করেনি : ট্রাম্প

অনলাইন ডেস্কঃ ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে মার্কিন প্রশাসন। শুধু তাই নয়, তাদের আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আবারও সেই বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প। নববর্ষ বরণের আগ মুহূর্তে ইরান নিয়ে এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটনার জন্য সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক। এখন তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, যাতে শান্তিপূর্ণ আন্দোলনকারীরা যোগাযোগ করতে না পারে। যা ভালো করেনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ইরানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে সরকারবিরোধী আন্দোলন করে আসছে। তবে প্রথম থেকেই জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জন্য তারা আন্দোলন করছে না বলে দাবি জানিয়ে আসছে ইরান সরকার। এর মধ্যে বিক্ষোভে আমরিকা জড়িত বলে মন্তব্য করেছেন পশ্চিমা বিশ্লেষক ও 'পলিটিক্স ফার্স্ট' নামের একটি লন্ডনভিত্তিক ম্যাগাজিনের সম্পাদক মারকাস পাপাদোপুলোস।

Post a Comment

Previous Post Next Post