অনলাইন ডেস্কঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। একই দিনে সারাদেশের মহানগরী, জেলা-উপজেলায় কালো পতাকা মিছিল করবে দলটি।
সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শনিবার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়েছে বিএনপির এই নেতা বলেন, এখনো কোনো অনুমতি পাইনি। তবে আশা করছি বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।
সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শনিবার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়েছে বিএনপির এই নেতা বলেন, এখনো কোনো অনুমতি পাইনি। তবে আশা করছি বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।
