দিল্লিতে মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সু চি



অনলাইন ডেস্কঃ ভারতের নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচি বৈঠক করেছেন। 

বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভারতের পক্ষ থেকে বৈঠকটিকে খুবই ফলপ্রসূ বলে দাবি করা হয়েছে। এদিকে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আমন্ত্রিত হয়ে অং সান সুচি এখন ‘গুরুত্বপূর্ণ মেহমান’ হিসেবে  ভারতের রাজধানীতে অবস্থান করছেন। সুচি ছাড়াও আসিয়ান দেশগুলোর অন্য নেতারাও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ‘চিফ গেস্টস’ হিসেবে আমন্ত্রিত হয়ে এখন নয়াদিল্লিতে আছেন।

Post a Comment

Previous Post Next Post