কুলাউড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: 'বাল্য বিয়ে,সেখানেই আমরা’ শ্লোগানে মুখরিত হয়ে ২০১৩ইং সালে যাত্রা শুরু করে মৌলভীবাজারে বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাব গণসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ২৮ জানুয়ারী দুপুরে জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়ন শাখা গঠন করার লক্ষ্যে ইউপি অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। রুহুল আমীনের সভাপতিত্বে ও আশরাফ আলী সুহেলের পরিচালনায় অনুষ্টানে উদ্ভোধক হিসেবে বক্তব্য প্রদান করেন বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ মুন্তাছির রিমন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মো: জাকির হোসেন মনির, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউপি সদস্য মো: আনু মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাংবাদিক তাজুল ইসলাম, মো: খালেদ আহমদ। আশরাফ আলী সুহেলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাযক্রম শুরু হয়।  এতে আরও বক্তব্য প্রদান করেন সুহেল আহমদ, তারেক আহমদ, নাহিদা সুলতানা রিপি প্রমুখ। অনুষ্টান শেষে কাউন্সিলের মাধ্যমে ইউপি শাখার মিলন আহমদকে সভাপতি ও সুবেক আহমদকে সাধারণ সম্পাদক এবং যুগ্ন সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা রিপিকে নির্বাচিত করা হয়। এতে বক্তারা বাল্য বিয়ের বিভিন্ন কুফল ও সুফল তুলে ধরেন। 

Post a Comment

Previous Post Next Post