স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় সাফি আহমদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১লা জানুয়ারী সোমবার বিকাল ৫ টায় পৌর এলাকার চাতলগাঁও নামক স্থানে। জানা যায় সাফি চাতলগাঁও গ্রামের শফিক মিয়ার ছেলে। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একটি নোহা (সিলেট-চ ১১-০৭১৬) গাড়ী শিশুটিকে আঘাত করে পালিয়ে যায়, এসময় স্থানীয় লোকজনের সহযোগীতায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্য শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রিয় কুলাউড়াকে জানান, পুলিশ গাড়ীটি আটক করছে ভুকশিমইল ইউনিয়নের ঘাটের বাজার এলাকা থেকে।
