কুলাউড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

কুলাউড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান


স্টাফ ্রিপোর্টার: সুবিধাবঞ্জিত মানুষের মধ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিনামুল্যে চক্ষু চিকিৎসা অপরেশন ও ল্যান্স সংযোজন কর্মসূচি সম্পন্ন হয়েছে।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে এর অর্থায়নে ও জাতীয় অন্ধ কন্যাণ সমিতি মৌলভীবাজারের সহযোগিতায় ২৭তম চক্ষু চিকিৎসা সেবা আজ (৩ ডিসেম্বর) রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়।

কুলাউড়া পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি। অনুষ্টানে উপস্থিত ছিলেন চক্ষু শিবির পরিচালনা কমিটির সভাপতি এনামুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব সফি আলম ইউনুছ, বি এন এস বি সাধারণ সম্পাদক মোছাহিক আহমদ, কেন্দ্রীয় জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মুকিম উদ্দিন, কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিক আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ , কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম শামীম, উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহিদ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে এর যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম রিপন, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাক আহমদ, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র রির্পোটার মুক্তাদির হোসেন, এপেক্স ক্লাব অব মৌল্ভীবাজার জেলা-০৪ এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোর্শেদ আলম, সম্পাদক মো. সামসুউদ্দিন বাবু, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সুমন আহমদ, জাতীয় অর্থকাল পত্রিকার মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার স্টাফ রির্পোটার ইউসুফ আহমদ ইমন, ডেইলি বিডিমেইলের ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন প্রমুখ।
কুলাউড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান


এছাড়াও অনুষ্টানে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ, ব্রাইট কুলাউড়ার সদস্য বৃন্দসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা চোখের ছানি রোগীকে বাছাই করে এ সব বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশন ও ল্যান্স সংযোজন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে উপজেলার দুস্থ্য চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা দেওয়া হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post