গোলাপগঞ্জ প্রতিনিধি : সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও দলীয় কর্মীসভার জন্য শিক্ষামন্ত্রী তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জে অবস্থান করছেন।এরই ধারাবাহিতায় গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে অবস্থিত, শিক্ষামন্ত্রীর আসনের সাবেক সাংসদ ড.সৈয়দ মকবুল হুসেনের নামে প্রতিষ্টিত স্কুল ও কলেজের ৫০ লক্ষ টাকা ব্যয় এ র্নিমিত ভবনের উদ্বোধন কালে মন্ত্রী প্রধান অতিথির দেওয়া বক্তবে বলেন, সরকার শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে কোন শিশু লেখাপড়া থেকে বিরত থাকবে না। নতুন প্রজন্মকে সু-শিক্ষা ও একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলতে পারলে দেশ উন্নয়নের শিখড়ে পৌছাঁতে পারবে। সরকার গরীব মেধাবী শিক্ষার্থীদের কথা চিন্তা করে বছরের শুরুতেই বিনা মূল্যে সারা দেশে এক যুগে
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। শিক্ষার মান্নোয়নের জন্য সরকার বিভিন্ন স্থানে ডিগ্রী কলেজ গুলোতে অনার্স কোর্স চালু করেছে। এতে ঘরে ঘরে শিক্ষিত লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার এমন বৈপ্লবিক মান উন্নয়নে বাংলাদেশ পৃথিবীর একটি মডেল রাষ্ট্র হিসাবে নিজের পরিচয় তুলে ধরতে পেরেছে। শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে বলেন, বেশির ভাগ প্রতিষ্ঠানে একাধিক নতুন ভবন নির্মিত হয়েছে। যেসব প্রতিষ্ঠান অবশিষ্ট রয়েছে সে গুলোতে খুব শীঘ্রই নতুন ভবন নির্মাণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া
শিক্ষামন্ত্রী আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আজ গোলাপগঞ্জের অনেক হাই স্কুলে কলেজ শাখা চালু হওয়ায় সহজে পড়ালেখার সুযোগ পাওয়া যাচ্ছে। এ সুযোগকে কাজে লাগানে সম্ভব না হলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারব না। প্রত্যেক অভিভাবক মনে রাখতে হবে নিজ নিজ সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে আপনার প্রথম কাজ। শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক সহ সবাই গুরুত্ব সহকারে কাজ করার জন্য তিনি আহবান জানান।
প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ফয়জুল হক সুন্দরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম চন্দ্র পালের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, এডভোকেট আব্বাছ উদ্দিন, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহেল আহমদ, ইউনিয়ন আওয়য়ামীলীগের যুগ্ন আহবায়ক আবু সুফিয়ান আজম, নাজমুল হক লস্কর ও কাওছার হোসেন তেরা মিয়া প্রমুখ। এর পুর্বে সকাল ৯টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, এডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা সেচ্চাসেবকলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ প্রমুখ।গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গনী, গোলাপগঞ্জ পৌরছাত্রলীগের সহ- সভাপতি সুহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, যুবলীগ নেতা রাহি আহমেদ, সাহেদ আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের অন্যতম ছাত্র নেতা শাহ ইমরান, এমদাদুল ইসলাম, জিলাল আহমেদ, বান্না আহমেদ।অনুষ্টানে ব্যাপকসংখক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি দেখ যায়।