কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুন নূর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় ও আহমদনগর দাখিল মাদ্রসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তি পরীক্ষার সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টার জানান, মেধাবৃত্তি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ৬৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের উপর সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।
মেধাবৃত্তি পরীক্ষায় অতিথি হিসাবে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন কমলগঞ্জের সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, আব্দুর নূর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর নূর মাষ্টারসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।