স্টাফ রিপোর্টার:
হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের অন্যতম উদ্যেগ আক্তারুন্নেছা প্রাথমিক
মেধা বৃত্তি পরীক্ষা ২০১৭ইং এর ফলাফল প্রকাশিত হয়েছে। গত ২২ ডিসেম্বর
শুক্রবার সন্ধ্যা ৭টায় ছামি-ইয়ামি চাইনিজ বাংলা রেষ্টুরেন্টের হলরুমে একটি
ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে আক্তারুন্নেছা প্রাথমিক মেধা বৃত্তি
পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়। হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাষ্টের অন্যতম
উপদেষ্ঠা ও আক্তারুন্নেছা প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার চেয়ারম্যান
উপাধ্যক্ষ ফরহাদ আহমদের সভাপতিত্বে ও পরীক্ষা নিয়ন্ত্রক তোফায়েল আহমদ
ডালিমের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী
আপ্তাব আলী কল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজী আপ্তাব আলী
কল্যাণ ট্রাস্টের উপদেষ্ঠাবৃন্দ অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ (সম্পাদক ও
প্রকাশক সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ) মুহিব আলী (মাষ্টার), এ.এফ.এম ফৌজি
চৌধুরী ও শহীদুল ইসলাম তনয়। এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব
মৌলভীবাজারের অতীত সভাপতি এপেঃ শাহীন আহমদ, আক্তারুন্নেছা প্রাথমিক মেধা
বৃত্তি পরীক্ষার হল সুপার সোহেল আহমদ ও কোষাধ্যক্ষ ফারহান আহমদ প্রমুখ।
এ গ্রেডে উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্তদের রোল নম্বর ১৬১৪, ১৬২৮, ১৬৩০, ১৬৩৪, ১৬৩৫, ১৬৪৩, ১৬৪৪, ১৬৫১, ১৬৮১, ১৬৮৩, ১৭১৩, ১৭১৬, ১৭২০, ১৭৬৩, ১৮২২, ১৮৩২, ১৮৩৯, ১৮৪৩, ১৮৪৯, ১৮৫০, ১৮৫১, ১৮৫৭, ১৮৬০, ১৮৭৩, ১৮৭৪, ১৯১৬, ১৯২৭, ১৯৩৪, ১৯৩৫, ১৯৩৬, ১৯৩৭, ১৯৩৮, ১৯৫০ ১৯৭৯, ১৯৮০, বি গ্রেডে উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্তদের রোল নম্বর ১৬১৫, ১৬১৯, ১৬৩২, ১৬৪৫, ১৭২১, ১৭৩৩, ১৭৩৪, ১৭৩৫, ১৭৪৪, ১৭৪৮, ১৭৫০, ১৭৫১, ১৭৭৫, ১৮১৫, ১৮২১, ১৮৪০, ১৮৪৪, ১৮৪৫, ১৮৪৮, ১৮৬৮, ১৮৭৮, ১৮৮২, ১৯১৫, ১৯২৯, ১৯৪৩, ১৯৪৯, ১৯৫১, ১৯৬১, ১৯৭৪, ১৯৮১, সি গ্রেডে উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্তদের রোল নম্বর ১৬০৪, ১৬২০, ১৬২৪, ১৬৩৬, ১৬৮২, ১৭০৩, ১৭০৮, ১৭১৪, ১৭১৫, ১৭২৩, ১৭২৫, ১৭৪৯, ১৭৫৭, ১৭৬০, ১৭৬২, ১৮১৪, ১৮২৪, ১৮৬২, ১৮৬৫, ১৯০৩, ১৯০৮, ১৯৩০, ১৯৫২, ১৯৬৩, ১৯৭০ । যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৪৪৯৪২৩ (তোফায়েল আহমদ ডালিম), ০১৭১৭-০২০৮৯৩ (শহীদুল ইসলাম তনয়), ০১৭২৭-৪১৮০১২ (সোহেল আহমদ)।
এ গ্রেডে উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্তদের রোল নম্বর ১৬১৪, ১৬২৮, ১৬৩০, ১৬৩৪, ১৬৩৫, ১৬৪৩, ১৬৪৪, ১৬৫১, ১৬৮১, ১৬৮৩, ১৭১৩, ১৭১৬, ১৭২০, ১৭৬৩, ১৮২২, ১৮৩২, ১৮৩৯, ১৮৪৩, ১৮৪৯, ১৮৫০, ১৮৫১, ১৮৫৭, ১৮৬০, ১৮৭৩, ১৮৭৪, ১৯১৬, ১৯২৭, ১৯৩৪, ১৯৩৫, ১৯৩৬, ১৯৩৭, ১৯৩৮, ১৯৫০ ১৯৭৯, ১৯৮০, বি গ্রেডে উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্তদের রোল নম্বর ১৬১৫, ১৬১৯, ১৬৩২, ১৬৪৫, ১৭২১, ১৭৩৩, ১৭৩৪, ১৭৩৫, ১৭৪৪, ১৭৪৮, ১৭৫০, ১৭৫১, ১৭৭৫, ১৮১৫, ১৮২১, ১৮৪০, ১৮৪৪, ১৮৪৫, ১৮৪৮, ১৮৬৮, ১৮৭৮, ১৮৮২, ১৯১৫, ১৯২৯, ১৯৪৩, ১৯৪৯, ১৯৫১, ১৯৬১, ১৯৭৪, ১৯৮১, সি গ্রেডে উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্তদের রোল নম্বর ১৬০৪, ১৬২০, ১৬২৪, ১৬৩৬, ১৬৮২, ১৭০৩, ১৭০৮, ১৭১৪, ১৭১৫, ১৭২৩, ১৭২৫, ১৭৪৯, ১৭৫৭, ১৭৬০, ১৭৬২, ১৮১৪, ১৮২৪, ১৮৬২, ১৮৬৫, ১৯০৩, ১৯০৮, ১৯৩০, ১৯৫২, ১৯৬৩, ১৯৭০ । যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৪৪৯৪২৩ (তোফায়েল আহমদ ডালিম), ০১৭১৭-০২০৮৯৩ (শহীদুল ইসলাম তনয়), ০১৭২৭-৪১৮০১২ (সোহেল আহমদ)।