রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূল বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রস্তাব পাশ


অনলাইন ডেস্কঃ মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রথম ধাপ অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। তারা রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার অভিযোগ এনেছে মিয়ানমারের বিরুদ্ধে। বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাব দেশটির প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ কণ্ঠ ভোটে পাশ হয়েছে।

মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে এটিকে প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। এটি কার্যকর করা হলে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করবে আমেরিকা।

ক্ষমতাসীন রিপাবলিকান দলের রাজনীতিবিদ ও দেশটির পররাষ্ট্র বিষয়ক চেয়ারম্যান এড রয়েচ বলেছেন, 'এটি নৈতিক ও একই সঙ্গে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যু। বিশ্বের এই প্রান্তে চরমপন্থা ও অস্থিরতার মতো ঘটনায় কেউ নিরাপদ নয়। ' সূত্র : ভয়েস অব আমেরিকা

Post a Comment

Previous Post Next Post